• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীসহ মোহাম্মদ এ আরাফাতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৬:৩৮ পিএম
স্ত্রীসহ মোহাম্মদ এ আরাফাতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ
মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ফটো

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরাফাত-শারমিনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশনা দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা-বিএফআইইউ।  

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!