• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কারাগারে মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১০:২৯ পিএম
কারাগারে মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ও ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতের বিচারক মো. শফিউদ্দিন এ আদেশ দেন।

এর আগে মির্জা ফখরুলে রমনার থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসে পুলিশ। এ সময় মির্জা ফখরুলের গাড়ির সামনে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।

এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় করা মামলায় রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। দুপুরে মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক পর্যায়ে টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত এবং বিভিন্ন জায়গায় যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

 

Link copied!