• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১১:১৯ এএম
মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

ঈদুল ফিতরের দিন মেট্রোরেল ও রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ ছিল। ছুটি শেষে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে গেছে মেট্রোরেলের প্রথম ট্রিপ। এ ছাড়া সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে আরেকটি ট্রেন ছেড়ে গেছে।

ভোর ৬টা ১৫ মিনিটে প্রথম ট্রেন হিসেবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটক এক্সপ্রেস। এরপর সময় অনুযায়ী অন্য ট্রেনগুলো যাত্রা করছে।  

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। 

 

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!