• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বাড়তে পারে গরমের তীব্রতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:৫৭ পিএম
বাড়তে পারে গরমের তীব্রতা

রাজধানীসহ আশপাশের এলাকায় আজ গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ( এপ্রিল) সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৯ শতাংশ। একই সময়ে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস। যা দিনের বেলায় আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে দিনভর অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সেইসাথে আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় -১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে সূর্যাস্ত এবং শনিবার ভোর ৫টা ৪৭ মিনিটে সূর্যোদয় হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ( এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি জানায়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!