• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাস্টবিনে মানুষের পা দেখে আতঙ্কিত এলাকাবাসী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৪:২০ পিএম
ডাস্টবিনে মানুষের পা দেখে আতঙ্কিত এলাকাবাসী

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে ডাস্টবিন থেকে মানুষের খণ্ডিত একটি পা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) গভীর রাতে খণ্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা পা’টিতে ব্যান্ডেজ করা রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “ধারণা করা হচ্ছে কোনো হাসপাতাল থেকে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরণ দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছেন। কোনো রক্ত নেই, একেবারে শুকনা। কীভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।”

জানা গেছে, হঠাৎ করেই মোহাম্মদপুর ‘ক্রাইম হটস্পটে’ পরিণত হয়েছে। গেল আড়াই মাসে এলাকাটিতে ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতজনকে কুপিয়ে, দুজনকে গুলি করে আর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে একজন ছিনতাইকারীদের হাতে, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে ছয়জন আর বাকি তিনজন প্রাণ হারিয়েছেন আধিপত্য বিস্তারে রেষারেষিতে।

স্থানীয়রা বলছেন, মোহাম্মদপুরে দিনেদুপুরে ছিনতাই, চুরি, ডাকাতি সবচেয়ে বেশি আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

Link copied!