• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

আ.লীগের উন্নয়ন শোভাযাত্রায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০২:২৮ পিএম
আ.লীগের উন্নয়ন শোভাযাত্রায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আগত নেতাকর্মীরা মৎস্য ভবন ও রমনায় জড়ো হচ্ছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফরিদ উদ্দিন রতন সুসজ্জিত বিশাল ঘোড়ার একটি বহরে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরা হয়।

বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শুরু হবে এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশ করবেন ক্ষমতাসীনরা। এতে বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।  

নেতাকর্মীরা জানান, সরকারের উন্নয়নচিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা। নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।

সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে র‍্যালি।

Link copied!