• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে শ্রমিক কনভেনশন ৩০ সেপ্টেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৪:০০ পিএম
রাজধানীতে শ্রমিক কনভেনশন ৩০ সেপ্টেম্বর

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক কনভেনশন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শিমুল বিশ্বাস বলেন, “মধ্য, বাম, ডান মিলে ১৫টি শ্রমিক সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করছে। বহুদিন পর শ্রমিক কনভেনশন, বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।”

ওইদিন সকাল ১০টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে এই শ্রমিক কনভেনশন শুরু হবে বলেও জানান শিমুল বিশ্বাস।
 

Link copied!