• ঢাকা
  • সোমবার, ১৬ জুন, ২০২৫, ২ আষাঢ় ১৪৩২, ২০ জ্বিলহজ্জ ১৪৪৬

জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১১:৩৩ এএম
জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
লোগো

দেশবিরোধী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশ করবে জুলাই ঐক্য। রোববার (২৫ মে) রাজধানীর শাহবাগে এই সমাবেশ হবে। সমাবেশের জন্য অনলাইন ও অফলাইনে প্রচার চালাচ্ছে প্ল্যাটফর্মটি। 

শুক্রবার (২৩ মে) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় সংগঠনটি। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে, এমন ৮০টি সংগঠনের সমন্বয়ের এই প্ল্যাটফর্মটি গঠিত।

এ সময় জুলাই ঐক্যর নেতারা ড. ইউনূস যত দিন জুলাইকে ধারণ করে দেশ পরিচালনা করবেন, তত দিন তার সঙ্গে থাকার ঘোষণা দেন। 

জুলাই ঐক্য সংগঠক এবি জুবায়ের বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হচ্ছে না। তাই আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি। জুলাইয়ে আন্দোলন কোন স্বার্থে নয়, তারা দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়েছে।

Link copied!