• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রাথমিক সদস্য সংগ্রহে মাঠে নামছে যুবলীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৮:৩৪ পিএম
প্রাথমিক সদস্য সংগ্রহে মাঠে নামছে যুবলীগ

দ্বাদশ নির্বাচনের চার মাস আগে প্রাথমিক সদস্য সংগ্রহে মাঠে নামছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।

মোস্তাফিজুর রহমান মাসুদ জানান, শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগের ব্যানগার্ড হিসেবে পরিচিত যুবলীগ। একইসঙ্গে সদস্য পদ নবায়ন কার্যক্রমও চলবে।

মাসুদ আরও জানান, শনিবার বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। ওই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি, দেশের সব জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের এ কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

Link copied!