• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১১:১০ এএম
সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়েছে

সাভার থেকে আটকের দীর্ঘ সময় পর দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তাকে আদালতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় রিমান্ড চাইবে না পুলিশ। তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বুধবার রাতে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

এর আগে, বুধবার (২৯ মার্চ) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান মামলার এই তথ্য নিশ্চিত করে জানান, মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে শামসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৫৮।

মামলার এজাহারে বলা হয়, শামসুজ্জামানের প্রস্তুত করা প্রতিবেদন প্রথম আলোতে স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের কারণে বাংলাদেশেসহ বহির্বিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে একাত্তর টিভির একটি প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হয়েছে প্রথম আলোর প্রতিবেদন।

এদিকে একই ঘটনায় বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, শামসুজ্জামান, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আবদুল মালেক নামে এক আইনজীবী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!