• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

‘জাপান আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৮:২০ পিএম
‘জাপান আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার’

জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, “স্বাধীনতার পর থেকেই জাপান সত্যিকারের বন্ধু হিসেবে আমাদের পাশে রয়েছে।”

বুধবার (১০ মে) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) আয়োজিত ‘ইমপ্রুভমেন্ট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটিজ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ৫০ বছরে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক অসামান্য উচ্চতায় পৌঁছেছে। উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক, জ্বালানি, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান যে সহযোগিতা করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তার এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।”

বিআইজিএমের পরিচালক ড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Link copied!