• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

বৃষ্টির জন্য ঢাকায় ইস্তিসকার নামাজ আদায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৩:০৩ পিএম
বৃষ্টির জন্য ঢাকায় ইস্তিসকার নামাজ আদায়

অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ চলছে দেশের সর্বত্র। দেশে চলমান খরায় প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে গরম। এরই মধ্যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়েছে। এমন অবস্থায় বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর খেলার মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন মুফতি শায়খ আহমাদুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।

নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা বলছেন, “দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাত আদায়ের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।”

নামাজে অংশ নেয়া আবদুল্লাহ ইয়ামিন বলেন, “আমার জীবনে রোদের তাপ এত দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। বাইরে বের হলে মনে হয় শরীর পুড়ে যাচ্ছে, আবার বাসায় ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। সেইসঙ্গে বিদ্যুৎ যাওয়া-আসা তো চলছেই। সব মিলিয়ে টিকতে পারছি না।”

Link copied!