• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

অভিযানের খবরে রাস্তা থেকে উধাও ট্রাক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১১:২২ এএম
অভিযানের খবরে রাস্তা থেকে উধাও ট্রাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানের খবরে রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়ক দখল করে থাকা অবৈধ ট্রাকস্ট্যান্ড থেকে সব ট্রাক উধাও হয়ে গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে অভিযানের খবর পাওয়ায় হঠাৎ ট্রাকগুলো সড়ক থেকে উধাও হয়ে যায়।

সাতরাস্তা থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত আনিসুল হক সড়কের দুই পাশে সারি সারি করে রাখা হয় ট্রাক ও কাভার্ড ভ্যান। সড়কে এক সারিতে ট্রাক রাখার পর আর জায়গা না থাকায় দ্বিতীয় সারি বানিয়েও রাখা হয় ট্রাক। ট্রাকের ভিড়ে তাই স্বাভাবিক নিয়মে চলে না সেই রাস্তায় কোনো গাড়ি। এমনকি সড়কটির ফুটপাত চলে গেছে ট্রাকের দখলে।

২০১৫ সালে সড়ক থেকে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে নিজের স্বপ্নের মতো সাজিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তৎকালীন মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর ফের দখলদারদের হাতে চলে যায় সড়কটি। পরে ২০১৮ সালে সড়কটি ডিএনসিসি আবার দখলমুক্ত করে আনিসুল হকের নামে করে।

Link copied!