• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ইফতারের সময় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:০৩ পিএম
ইফতারের সময় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ইফতারের সময় স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে এক ইন্টারনেট ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম ইয়াসিন আরাফাত বাপ্পি (৩০)।

শনিবার (২২ মার্চ) রাজধানীর বংশালে এ ঘটনা ঘটেছে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৬টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা জাবেদ জানান, ইয়াসিন তার স্ত্রী রুপার সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন।

ঘটনার নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

ফারুক বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!