রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলছেন, “আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।”
এদিকে আগুন যেন দ্রুত নিভে যায়, এই কামনায় আল্লাহর কাছে সেজদা শেষে দুই হাত তুলে মোনাজাত করছেন এক যুবক। ফায়ার সার্ভিসের একটি গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা গেছে তাকে।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে লাগা আগুন তিন ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।