• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তি মন্ত্রিপরিষদ সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৫:৩৮ পিএম
হাসপাতালে ভর্তি মন্ত্রিপরিষদ সচিব

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালটিতে ভর্তি হন।  

তথ্যটি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান।

কাজী শাহজাহান বলেন, “স্যারের ডেঙ্গু হয়নি। জ্বর ও কাশি হওয়ায় আজ সকালে স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন।”

এদিকে, বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শারীরিক অসুস্থতাবোধ করায় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় মন্ত্রিপরিষদ সচিবকে। বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে তিনি ভর্তি রয়েছেন।

Link copied!