• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

উত্তরা-বিমানবন্দর সড়কে তীব্র যানজট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১১:৫৪ এএম
উত্তরা-বিমানবন্দর সড়কে তীব্র যানজট

রাজধানীর উত্তরা ও বিমানবন্দর এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর থেকে এই যানজট শুরু হয়েছে।

এদিন সকাল থেকে উত্তরা, বিমানবন্দর, আব্দুল্লাহপুর ও টঙ্গী সংযোগ সড়কে বিভিন্ন যানবাহন ও মানুষের ঢল নামে। ঢাকার বাইরে থেকেও অনেক গণপরিবহন ঢাকায় প্রবেশ করছে। সড়কে চাপ পড়ে। গাড়ির চাকার গতি কমে যায়। এছাড়াও সড়ক ও ফুটপাত দিয়ে দলবদ্ধভাবে মুসল্লিরা তুরাগ নদীর দিকে যাচ্ছেন। এ কারণে ওই এলাকার সড়কে শত শত যানবাহন আটকা পড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

যানজটের কারণে বিপাকে পড়েছে পথচারী, শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। ঘণ্টার পর ঘণ্টা সড়কে যানবাহনে আটকা পড়ে থাকতে হচ্ছে তাদের।

রাজধানীর উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রফিকুল ইসলাম জানান, সারা দেশের বিভিন্ন জেলা থেকে ইজতেমায় মানুষ আসছেন। নতুন নতুন পরিবহনও। মূলত এ কারণেই উত্তরা-টঙ্গী সড়কে যানজট দেখা দিয়েছে।

Link copied!