• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৭:২৫ পিএম
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

ডেঙ্গু রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৯ মার্চ) ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সামন্ত লাল সেন বলেন, ‌“হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন প্রস্তুত রাখা হয়। ডেঙ্গু আক্রান্ত হলে যেন তারা অতি দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় দেরিতে আসেন। তখন কিছু করা যায় না। এই ম্যাসেজগুলো আমরা দিচ্ছি।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “ডেঙ্গুর প্রজনন ও বিস্তার কীভাবে হয়, সে বিষয়ে প্রতি ওয়ার্ডে মানুষকে সচেতন করতে আমরা প্রিভেনশন নেব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!