জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের জন্য গণভবনকে জাদুঘর হিসেবে দ্রুত নির্মাণের জন্য উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “যেখানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বসবাস করেছিলেন, যা দমন ও নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছিল।”
সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বঙ্গভবনে জাদুঘর তৈরি হবে, সেখানে দুঃশাসনের স্মৃতি সংরক্ষণ করা হবে এবং তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করার সময় লোকেরা যে ক্ষোভ প্রকাশ করেছিল, সেই চিহ্ন থাকবে।”

গোপন বন্দীদের নির্যাতনের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, “আয়নাঘর, যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী কর্মীকে আটক করেছিল, তার একটি রেপ্লিকাও গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত।”
প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে দেওয়া ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং প্রতিবাদ নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর কয়েক লাখ বিক্ষোভকারী গণভবনে হামলা চালায়। এসময় ভাঙচুর করাসহ প্রায় সবকিছু তছনছ করে দেওয়া হয়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























