• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

টানা চতুর্থ দিন ইশরাক সমর্থকদের বিক্ষোভ, সর্বশেষ যা জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ১২:১৫ পিএম
টানা চতুর্থ দিন ইশরাক সমর্থকদের বিক্ষোভ, সর্বশেষ যা জানা গেল
কর্মসূচি চলছে। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি চলছে। ‘ঢাকাবাসীর’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ ভোটাররাও।

রোববার (১৮ মে) ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। 

বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকে তালা দেওয়াসহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। শতশত সমর্থক নগর ভবনের সামনেরর মূল সড়কে বসে স্লোগানে স্লোগানে বিক্ষোভ করছেন।

সরেজমিনে দেখা যায়, সকালে একটি মিছিল নিয়ে নগর ভবন থেকে সচিবালয়ের দিকে গিয়ে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগসহ নানান স্লোগান দিতে থাকেন।

মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে জানান বিক্ষোভকারীরা।

এর আগে সকাল ৯টা থেকে প্লাকার্ড, ব্যানার নিয়ে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। এ সময় তারা ইশরাককে মেয়র করো, ইশরাক তোমার ভয় নাই নগরবাসী তোমার সাথে, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, ঢাকাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Link copied!