• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

‘গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করেন সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:১৪ পিএম
‘গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করেন সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন’

গুম হওয়া ব্যক্তির স্ত্রীর রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন র‌্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিন। এমনটাই প্রমান পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম বলেন, আজ ট্রাইব্যুনালে তৃতীয় পিটিশন ছিল পুলিশের সাবেক এডিশনাল এসপি এবং র‌্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করার সঙ্গে জড়িত।

তিনি বলেন, “অনেককে এই আলেপ উদ্দিন গুম করে বছরের পর বছর আটকে রেখেছিলেন। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিলেন। বৈদ্যুতিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগ রয়েছে এই আলেপ উদ্দিনের বিরুদ্ধে।”

তাজুল ইসলাম আরও বলেন, “সবচেয়ে মারাত্মক অভিযোগ হলো- এই আলেপ উদ্দিন একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে (স্বামীকে হত্যার) রমজান মাসে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এমন তথ্যপ্রমাণ আমাদের হাতে এসেছে।”

চিফ প্রসিকিউটর বলেন, “আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি। এমন নিষ্ঠুরতম অপরাধীর অপরাধের তদন্ত করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই ভিকটিমরা আমাদের কাছে নতুন নতুন অনেক অভিযোগ নিয়ে আসছেন। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য আমাদের তদন্ত সংস্থা দিন-রাত কাজ করছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!