• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৫:৪৭ পিএম
তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস
সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে চলছে তীব্র তাপদাহ। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপদাহে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি দিতে সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন স্থানে ১ হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা প্রদান করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এতে বলা হয়, রাজধানীর সচিবলায়ের সামনে, ধানমন্ডির ৫নং সড়কসহ বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যত দিন এ রকম তীব্র তাপদাহ চলমান থাকবে, তত দিন এই কার্যক্রম চলমান থাকবে।

ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, “যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন, তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুজন ফায়ার ফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশব্যাপী করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।

Link copied!