• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পর্যায়ক্রমে সবাই টাকা ফেরত পাবেন : রাসেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৩:৩১ পিএম
পর্যায়ক্রমে সবাই টাকা ফেরত পাবেন : রাসেল
ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। ছবি : সংগৃহীত

নতুন করে কার্যক্রম শুরুর পর গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরত দিতে শুরু করেছে আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালি। পর্যায়ক্রমে সবার আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।

মঙ্গলবার (৯ জুলাই) মোহাম্মদ রাসেল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

মোহাম্মদ রাসেল লেখেন, “আমরা যখন ১০০ জন থেকে দুইজনকে টাকা ফেরত দিয়ে জানাই যে, ফেরত দিচ্ছি, তখন অনেকে খুশি হওয়ার পরিবর্তে তীব্র ক্ষোভ নিয়ে আমাদের কাছে অভিযোগ করেন।”

মোহাম্মদ রাসেল আরও লেখেন, “আমি খুব ‍দুঃখ ও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, পর্যায়ক্রমে সবাই টাকা ফেরত পাবেন। দুঃখ এই কারণে যে, একত্রে সবার টাকা দেওয়ার সামর্থ্য এখনো হয়নি আমাদের। প্রয়োজন শুধু আমাদের ব্যবসায়িক পরিবেশ এবং আপনাদের সহযোগিতা।”

শিগগিরই বড় ধরনের কিছু বিজনেস ডিল আসছে। ভালো কিছু দিতে পারবেন বলেও জানান ইভ্যালির প্রধান নির্বাহী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!