• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আয়নাঘরে এই চেয়ারে বসিয়ে দেওয়া হতো ইলেকট্রিক শক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৫৬ পিএম
আয়নাঘরে এই চেয়ারে বসিয়ে দেওয়া হতো ইলেকট্রিক শক
আয়নাঘর থেকে উদ্ধার করা চেয়ার। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হয়েছিল এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পরিদর্শন শেষে বেশ কিছু ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে একটি ইলেকট্রিক চেয়ারের ছবিও দেওয়া হয়েছে। এই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো বলে জানানো হয়েছে।

এদিকে পরিদর্শনে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টেও বিশেষ এই ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, “এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।”

আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাসহ দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীদের কয়েকজন উপস্থিত ছিলেন। তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাব-২-এর সিপিসি-৩-এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!