• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ হয়েছে : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ১১:২৪ এএম
এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ হয়েছে : কাদের

এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে, সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরবাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।”

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও পর্যন্ত আগামী অক্টোবর-নভেম্বরের দিকে উদ্বোধন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেতুমন্ত্রী। তিনি বলেছেন, ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পিত না। এখন সবকিছুর পরিবর্তন ঘটেছে।

Link copied!