• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে : সেতুমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০২:০০ পিএম
ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে : সেতুমন্ত্রী

এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “যানজটের জন্য রাস্তা কোনো সমস্যা নয়। যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে। চলতি বছরের নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে।”

ওবায়দুল কাদের বলেন, “নভেম্বরে বিআরটিসির বাসবহরে এক শ ইলেকট্রনিক এসি ডাবল ডেকার বাস যুক্ত হচ্ছে। এর মধ্যে ৮০টি রাজধানীতে, বাকি ২০টি চট্টগ্রামে নামানো হবে।”

সেতুমন্ত্রী আরও বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে সারা দেশে ১০০ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন। এর আগেও প্রধানমন্ত্রী এক শ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

এর আগে সেতুমন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোত বিশ্বাস স্বাক্ষর করেন। 

Link copied!