• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৭:২১ পিএম
চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি ও অভিনেতা কাজী হায়াত।

কাজী হায়াত বলেন, “সোহানুর রহমান সোহান মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তার মরদেহ রয়েছে। আমি শুটিং স্পট থেকে উত্তরায় যাচ্ছি।”

এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে সোহানের স্ত্রী মারা যান।

দেশের বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন।

শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান এ গুণী নির্মাতা।

Link copied!