• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন আবু জাফর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৯:৪২ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন আবু জাফর
অধ্যাপক ডা. মো. আবু জাফর। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডা. আবু জাফর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে এমবিবিএস পাস করার পর ১৯৯৮ সালে এমসিপিএস (জেনারেল সার্জারি) করেন। এরপর ১৯৯৯ সালে একই বিষয়ে এফসিপিএস করেন করেন, ২০২০ সালে শিশু সার্জারিতে এমএস করেন। তিনি ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

Link copied!