• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আক্রান্ত ও মৃত্যুতে ২৪ বছরের সব রেকর্ড ভাঙল ডেঙ্গু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৭:৪৮ পিএম
আক্রান্ত ও মৃত্যুতে ২৪ বছরের সব রেকর্ড ভাঙল ডেঙ্গু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট এক হাজার ৬৮২ জন মারা গেছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গুতে নতুন করে আক্রান্তদের মধ্যে ৬৩ জন ঢাকার ও ১৯১ জন অন্যান্য বিভাগের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৫৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

Link copied!