• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

হাতিরঝিল লেকে ভেসে উঠছে ‘মরদেহ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৭:২০ পিএম
হাতিরঝিল লেকে ভেসে উঠছে ‘মরদেহ’
হাতিরঝিল এলাকা। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এসব মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৪টার দিকে লেকের পাড়ে এক যুবকের মরদেহ তোলা হয়। এসময় মরদেহ দেখতে লোকজন ভিড় জমান। ওই যুবকের মাথায় ও বুকে গুলির আঘাত রয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে নাম লেখা রয়েছে বাপ্পি আহমেদ। পিতার নাম মো. সাহিদ আহমেদ। জন্মতারিখ ৩ জানুয়ারি, ১৯৮৬ সাল। ঠিকানা রয়েছে মিরপুর পল্লবীর সেকশন ১১, ব্লক–এ।

উদ্ধারকারীদের একজন জানান, মরদেহটি দীর্ঘ সময় ধরে ভাসছিল। ভয়ে কেউ এগিয়ে আসছিল না। বিকেলে কয়েকজনকে নিয়ে মরদেহটি উদ্ধার করে পাড়ে রেখেছেন তারা। মিরপুরে নিহতের পরিবারের খোঁজে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া লেক ছাড়াও অন্য স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, মানুষের ভিড় দেখে মরদেহ দেখতে এসেছেন। এই যুবকের মরদেহ পচে ফুল উঠেছে। ধারণা করা হচ্ছে, রোববার (৪ আগস্ট) রাতে গুলিবিদ্ধ মরদেহটি হাতিরঝিল লেকে ফেলা হয়েছে।

এছাড়া লেকে আরও কয়েকটি মরদেহ পাওয়া গেছে।

Link copied!