সিটি করপোরেশন নির্বাচন সরকারের ট্র্যাপ : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০২:৫৬ পিএম
সিটি করপোরেশন নির্বাচন সরকারের ট্র্যাপ : ফখরুল

জাতীয় নির্বাচনের আগে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সরকারের ট্র্যাপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এবার আর কোনো ট্র্যাপে বিএনপি ও জনগণ পা দেবে না। বিএনপির আন্দোলন একটাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।”

সোমবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার একটি হাসপাতালে দলের একজন আহত নেতার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা আগেও বলেছি, আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আর সুষ্ঠু নির্বাচন হলে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল। বর্তমান সরকার সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ছাড় দেওয়ার কথা বলে বিএনপির সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। বিএনপির কর্মসূচিতে হামলা ও আক্রমণ চালানো হচ্ছে। দেশের মানুষ এগুলো মেনে নেবে না।”

Link copied!