আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বর্ধিত সভা ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বুধবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর, বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৫টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দ্বিতীয় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট নেতৃবৃন্দ, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।