• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৩:২৬ পিএম
মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. আল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ২০ জুলাই মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এসময় মো. শামীম হাওলাদার নামের একজন নিহত হন।

ওই ঘটনায় গত ১৮ অক্টোবর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়। পরে ওই মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এরই ধারাবাহিকতায় বসিলায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা শিহাব করিম জানান, আসামি আল আমিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!