• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমবারের মতো পালিত হচ্ছে স্থানীয় সরকার দিবস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৪১ পিএম
প্রথমবারের মতো পালিত হচ্ছে স্থানীয় সরকার দিবস
দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে স্থানীয় সরকার দিবস

দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

সারাদেশ থেকে প্রায় আট হাজার জনপ্রতিনিধি এখন প্রধানমন্ত্রীর গণভবনে। জনপ্রতিনিধিদের উপস্থিতি রূপ নিয়েছে মিলন মেলায়।

জানা গেছে, জনপ্রতিনিধিরা গত ১৫ বছরে নিজ নিজ এলাকায় কী ধরনের উন্নয়ন কাজ করেছেন তা তাদের কাছ থেকে শুনবেন এবং সারাদেশে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিবেন প্রধানমন্ত্রী।

এদিন সকাল ৮টা থেকে লাইনে দাঁড়ান তৃণমূল জনপ্রতিনিধিরা। ৯টায় গণভবনের ভেতরে প্রবেশ শুরু করেন তারা। গণভবনের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করেন ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান ও সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা। আজকের বৈঠক থেকে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর পাশাপাশি তৃণমূলে কাজ করার নির্দেশনা দেবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে তা প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিনিধিদের সজাগ থাকার ও নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

Link copied!