বাংলাদেশে তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীদের সর্বোচ্চ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন মাওলানা জোবেয়েরপন্থীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ে নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, “রোববার (১৫ ডিসেম্বর) মাওলানা জুবায়েরপন্থীরা সাদপন্থীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।”
টঙ্গী পশ্চিম থানার ৭/২১৭ নম্বর মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোডের প্রত্যেক মোড়ে মোড়ে সুরায়ে নেজাম তাবলীগের সাথীরা, ওলামা মশায়েখ ও তৌহিদি জনতার শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনকালে সাদপন্থীদের সর্বোচ্চ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বাকি আসামিরা হত্যার উদ্দেশে সাধারণ জনতার ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এসময় সাঈদ আহমেদ ২০ নামে এক সাথী গুরুতর আহত হন। আসামিদের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ ও ১১৪/৫০৬/৩৪ ধরায় অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার মো. শাহজাহানের ছেলে, মোহাম্মদ হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























