• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মিরপুরে বিআরটিসি বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৫:৩২ পিএম
মিরপুরে বিআরটিসি বাসে আগুন
মিরপুরে আগুন দেওয়া বিআরটিসি বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে মিরপুর ১ নম্বর এলাকার ফুটওভার ব্রিজের নিচে দ্বিতল বাসটির পেছনের সিটে আগুন দেওয়া হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।

এদিকে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৩৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৫টি যানবাহন এবং ১১টি বিভিন্ন স্থাপনা।

Link copied!