• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৪:৪৯ পিএম
সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চলমান আন্দোলন ও অবস্থান কর্মসূচিতে পুলিশসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।  

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে শায়রুল কবির বলেন, “সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকের পর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য দেবেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!