ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৬:৩২ পিএম
ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন
ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ফাইল ফটো

জামায়াতে ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন।

রোববার (৪ মে) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানী ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

এর আগে গত ২১ এপ্রিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রাজ্জাক।

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন আবদুর রাজ্জাক। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন আবারও। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!