• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৪:২০ পিএম
ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলকে (বাংলাদেশ জাসদ) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটর গাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি।

সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

আবদুল বাতেন বলেন, “ইসি সচিব মো. জাহাংগীর আলমের রোববার (১৮ জুন) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।”

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেছেন। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

Link copied!