• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আওয়ামী লীগের সমাবেশ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০২:৫১ পিএম
আওয়ামী লীগের সমাবেশ শুরু
আওয়ামী লীগের সমাবেশ। ছবি : সংবাদ প্রকাশ

গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার (২৫ মার্চ) বেলা ২টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এই সমাবেশ শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও উত্তরের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি ও দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!