• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

‘সব প্রার্থী যোগ্য, এর মধ্যে বেছে নিতে হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৭:৩১ পিএম
‘সব প্রার্থী যোগ্য, এর মধ্যে বেছে নিতে হবে’
প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় নির্বাচনের আর বাকি ৪ দিন। তাই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সারা দেশের মতো ঢাকা-৯ আসনেও প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে নৌকার পোস্টারের আধিক্য থাকলেও থেমে নেই অন্যান্য প্রার্থীরাও। দুপুর থেকে রাত পর্যন্ত চলছে প্রচার।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে আসনটির নির্ধারিত সীমানার বাসাবো, সবুজবাগ, আহম্মদবাগ, কদমতলা, মুগদা, মান্ডা এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকার বিভিন্ন রাস্তাঘাট। প্রার্থীর সমর্থকরা ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। তারা প্রার্থীর হয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথাও শোনাচ্ছেন।

সংসদীয় এই আসনটিতে নৌকা প্রতীকে সাবের হোসেন চৌধুরী, একতারা প্রতীকে মাহিদুল ইসলাম, ছড়ি প্রতীকে নুরুল হোসাইন, কাঁঠাল প্রতীকে আনোয়ারুল ইসলাম, টেলিভিশন প্রতীকে মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, আম প্রতীকে মোহাম্মদ কফিল, সোনালী আঁশ প্রতীকে রুবিনা আক্তার (রুবি), মাছ প্রতীকে তাহমিনা আক্তার এবং লাঙল প্রতীকে আবুল খায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকাবাসী বলছেন, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী যোগ্য। তাই ভোট দানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

হাসান নামের এক ব্যক্তি বলেন, “ভোটের  প্রচারণা প্রতিদিনই দেখতে পাচ্ছি। অনেক অনেক পোস্টার। প্রার্থীরাও ভোটারদের কাছে আসছেন। এই এলাকায় বর্তমান যিনি এমপি তিনি অনেক উন্নয়ন করেছেন। এবারের ভোটে যারা দাঁড়িয়েছেন, তারা সকলেই যোগ্য বলে মনে করি। এর মধ্যে বেছে নিতে হবে।”

সালমান নামের আরেক ব্যক্তি বলেন, “অনেকেই দাঁড়িয়েছেন। তবে পোস্টার বেশি নৌকার মার্কার। এখন ভোটের পরেই দেখা যাবে কে হয়। এর আগে কিছুই বলা সম্ভব নয়।”

স্বপ্না পাল নামের নৌকা প্রতীকের এক কর্মী বলেন, “দুপুর থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা। শেখ হাসিনা অনেক উন্নয়ন করছেন। আমরা আশা করি দেশের উন্নয়নের জন্য তাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে মানুষ চাইছেন। তাই ভোট তাকেই দেবে।”

নৌকা মার্কার কর্মী শওকত বলেন, “দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চলছে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নৌকা মার্কাতে ভোট দেবেন। আমরা তা বিশ্বাস করি। আমাদের প্রার্থী এই এলাকার মধ্যে সেরা।”

Link copied!