• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম থেকে আ.লীগের আয় আড়াই কোটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৬:০৯ পিএম
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম থেকে আ.লীগের আয় আড়াই কোটি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ফরম বিক্রি করেছে মোট ৫২২টি। এতে দলটির আয় হয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, বুধবার ঢাকা বিভাগে ১৬৭টি, খুলনায় ৬৮টি, রাজশাহীতে ৪৪টি, চট্টগ্রামে ৭৮টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, বরিশালে ৩৬টি ও রংপুরে ৬০টি ফরম বিক্রি হয়েছে।

বিপ্লব বড়ুয়া আরও জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ সময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজুদ্দিন রিয়াজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ৮১০টি ফরম বিক্রি হয়। দুই দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এক হাজার ৩৩২টি।

Link copied!