• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৮:৫৮ এএম
যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাসেল শিকদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে কুতুবখালী রসূলপুর এলাকায় দুর্বৃত্তরা তাকে জখম করে।

রাসেল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামের মৃত আসলাম শিকদারের ছেলে। তিনি ওই এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তিনি যাত্রাবাড়ী সবজি আড়তে ব্যবসা করতেন।

মো. রাসেলের ভগ্নিপতি বলেন, “দীর্ঘদিন ধরে রাসেল রসূলপুর এলাকায় থাকতো। এলাকায় তার অনেক বন্ধু আছে। সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। ধারণা করছি, ব্যবসায়িক দ্বন্দ্বে রাসেলের ওপর হামলা হয়েছে। প্রথমে তাকে শনির আখড়া এলাকার অনাবিল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!