চলে গেলেন সাংবাদিক অঘোর মন্ডল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:৪০ পিএম
চলে গেলেন সাংবাদিক অঘোর মন্ডল
সাংবাদিক অঘোর মন্ডল।

চলে গেলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি হন তিনি।  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অঘোর মন্ডল বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। পত্রিকা, টেলিভিশন, রেডিও সব জায়গাতেই তার সমান বিচরণ। তিনি সংবাদ প্রকাশে নিয়মিত খেলা-বিষয়ক কলাম লিখতেন। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন কাজের সুবাদে। কলাম লিখছেন নিয়মিত। ‘এক্সট্রা টাইম’ ও ‘ইনজুরি টাইম’ এই সাংবাদিকের উল্লেখযোগ্য বই।

Link copied!