আওয়ামী সরকার পতনের পর প্রায় দীর্ঘদিন সড়কে শৃঙ্খলার দায়িত্ব দেখা যায়নি ট্রাফিক পুলিশকে। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন। এরপর অন্তর্বর্তী সরকারের নির্দেশে সড়কে নামেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবগুলো ট্রাফিক বিভাগ। এরই মধ্যে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১৭ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।
ওবায়দুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকার করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ৯ হাজার টাকা।”
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুর রহমান।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























