• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান সাখাওয়াত হোসেনের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৮:৫২ পিএম
দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান সাখাওয়াত হোসেনের
কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোনো কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোনো সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকব।”

বুধবার (১৮ আগস্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বিষয়ে কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সরকারের এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের দায়িত্বের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!