বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, বনশ্রী-আফতাবনগর এলাকা আন্দোলনকারীদের দখলে রয়েছে।
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ এই এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব এলাকার প্রধান সড়ক দখল করে বিক্ষোভ করছে।
শত শত শিক্ষার্থী জড়ো হয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এসব এলাকায় ক্ষমতাসীন দলের কাউকে দেখা যায়নি।
এদিকে সকাল ১০টার দিকে মোহাম্মদপুরে বিভিন্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যুক্ত হন। এরপর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা আন্দোলনকারীরা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
এছাড়া বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ থানা ছাত্রলীগের কার্যালয় এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার শাহবাগ মোড়ে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় পুরান ঢাকার ওই দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে আন্দোলনকারীরা নেতাকর্মীদের ধাওয়া দেন। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ঢুকে পড়েন।































