কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে পদ্মা সেতুতে আধা ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর সাড়ে ১২টার কিছু আগে যানচলাচল স্বাভাবিক হয়। 
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার কিছু সময় কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে। এতে করে দুপাশে আটকা পড়ে যানবাহন। 
পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে। পরে পুলিশের আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। 
পদ্মা সেতু উত্তর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই শিউলি বলেন, সেতুতে ৩০ মিনিটের বেশি সময় ধরে যানচলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পদ্মা সেতুতে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
 
                
              
            
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























