বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাশে পলাশী রোডের একটি ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) দুপুরে ওই নবজাতকের মরদেহ উদ্ধার হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার।
হারুন অর রশিদ সরদার বলেন, “বুধবার দুপুরে খবর পেয়ে পলাশী মোড়ের পাশে একটি ডাস্টবিনে কাপড়ের মোড়ানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।”
হারুন অর রশিদ সরদার আরও বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডাস্টবিনে কে বা কারা মরদেহ ফেলে গেছেন, তা জানা যায়নি।”
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























