মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের ৩ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। জারি করা হয়েছে দেশের সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তাও।
বুধবার (১৯ জুন) বিকেলে পতেঙ্গা আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বুধবার (১৯ জুন) বিকেল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসে কর্তব্যরত আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ভারী বর্ষণজনিত কারণে পাহাড় ধসের সতর্কবার্তায় চট্টগ্রামের পাহাড়ি এলাকার পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, চট্টগ্রাম মগানগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে এখনো কয়েক হাজার পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে আসছেন, যাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের লোকজন ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নিতে কাজ শুরু করেছেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























